বাংলাদেশক্রিকেট, নেপালের পুনর্বাসনে এবার এগিয়ে এলেন বাংলাদেশী সমর্থকেরা! - বাংলাদেশ ক্রিকেট

Pages

Friday 7 August 2015

নেপালের পুনর্বাসনে এবার এগিয়ে এলেন বাংলাদেশী সমর্থকেরা!


বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশন (বিসিএসএ) নামের টাইগার সমর্থকগোষ্ঠীর পক্ষ থেকে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে ২০১৪ টি২০ বিশ্বকাপের নেপাল-হংকং ম্যাচের টসের কয়েনটি। গত বছর বাংলাদেশে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় নেপাল ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি ছিল নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম বিশ্বকাপ ম্যাচ। ঐ ম্যাচে নেপাল হংকংকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ম্যাচ জেতার স্বাদও পেয়েছিল।

এই কয়েন দিয়ে ৯ আগস্টের নেপাল জাতীয় দল বনাম বিশ্ব একাদশের মধ্যকার চ্যারিটি ম্যাচে টস হওয়ার পাশাপাশি পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে, যা থেকে অর্জিত অর্থ ব্যয়িত হবে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের জন্য।

দলটির ঐতিহাসিক জয়ের এই কয়েনটি এবার ব্যবহৃত হবে দেশটির পুনর্বাসনের কাজে, যার শামিল ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি বাংলাদেশী ক্রিকেট সমর্থক।

পোস্ট  _ লিমন 

0 comments:

Post a Comment

 

Copyright © 2012 বাংলাদেশ ক্রিকেট Design by Free CSS Templates | Blogger Theme by BTDesigner Published..Blogger Templates| Powered by Blogger